তুমি জানো না আমি কী জিনিস! কাকে হুঁশিয়ারি দিলেন সৌমিত্রিষা?
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেওয়া অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। তাঁর অভিনয় দক্ষতা এবং মিষ্টি হাসিতে মুগ্ধ হয়ে পড়েছেন অনেকেই।
কিন্তু সাফল্যের চূড়ায় পৌঁছাতেই তাঁর বিরুদ্ধে উঠছে নানা সমালোচনা। কিছু নেটিজেন এবং তারকাদের একাংশ দাবি করছেন, সৌমিতৃষা নাকি ‘অহঙ্কারী’ হয়ে উঠেছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সৌমিতৃষা জানান, ‘ব্লক করা আমার স্বভাব নয়, বরং আমি হলাম ‘এবার তুই দেখ আমি কি জিনিস’ ধরনের মানুষ।’ এই পোস্টটিকে তাঁর বিরুদ্ধে উঠছে এমন সমালোচনার জবাব হিসেবে দেখা হচ্ছে।
সৌমিতৃষার সহ অভিনেত্রী তন্বী লাহা রায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘যখন প্রয়োজন ছিল, তখন ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া, পোস্টে আন-কোলাব করে দেওয়া।’ অনেকেই মনে করছেন এই পোস্টটি তন্বী সরাসরি সৌমিতৃষাকে উদ্দেশ্য করেই করেছেন।