তেল দিয়ে করে দেবের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছে, যাবতীয় নিন্দুকদের এক হাত নিলেন সৌমিতৃষা!
টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর নায়িকা সৌমিতৃষা কুণ্ডু এবার বড় পর্দায় অভিষেক করতে চলেছেন। দেব অভিনীত ‘প্রধান’ ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে তাঁকে।
সিরিয়াল শেষ হওয়ার পরই সোজা দেবের নায়িকা হয়ে ওঠায় নেটিজেনদের একের পর এক ট্রোলের শিকার হয়েছেন সৌমিতৃষা। ভাগ্যের দোহাই তো কখনও স্বজনপোষণ, সৌমিতৃষার দিকে আঙুল তুলেছেন নেটিজেনেরা। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন সৌমিতৃষা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌমিতৃষা বলেন, “এই চরিত্রটির জন্য যখন আমার নাম নেওয়া হয় তখন হাততালি দিয়ে উঠেছিলেন পরিচালক অভিজিৎ দা। তিনি জানতেন আমি এই চরিত্রে ভালো কাজ করতে পারব। তাই আমাকে চরিত্রটি দেওয়া হয়েছিল।”
নেটিজেনদের ট্রোলের জবাবে সৌমিতৃষা বলেন, “সবটা ভাগ্যের জোরে হয় না। তার জন্য কঠিন পরিশ্রম করতে হয়। আমি ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন পূরণ করতে অনেক পরিশ্রম করেছি। ‘প্রধান’ ছবির জন্যও অনেক পরিশ্রম করেছি। আশা করি দর্শকরা আমার অভিনয় পছন্দ করবেন।”