December 9, 2024 | Monday | 4:46 PM

দক্ষিণদাড়ি ইয়ুথস – এর এবারের থিম দক্ষিণদাড়ির ‘যাপনকথা’

0

TODAYS বাংলা: দক্ষিণদাড়ি ইয়ুথস ২৩ তম বর্ষে পদার্পণ করেছে। তাদের আগের বারের থিম ছিল ‘অস্তিত্ব’। এবারেও তাদের থিম হল ‘দক্ষিণদাড়ির ‘যাপনকথা”। থিমের এই ভাবনার কারণ কলকাতার বুকে নাম-না-জানা ছোট্ট একটা পল্লী- দক্ষিণদাড়ি। দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন এসে এখানে বসতি করেছেন – কয়েক প্রজন্ম ধরে চাকে ফেলে গড়ে চলেছেন মাটির হাঁড়ি-কলসী, বাসনপত্র, দেবতার মূর্তি। শারদোৎসবের পবিত্র লগ্নে দক্ষিণদাড়ি ইয়ুথস্ তাই বিনম্র চিত্তে স্মরণ করছে এই পুণ্যভূমির গরিমা – এবারের পুজোভাবনা ‘যাপনকথা’। এপ্রিল থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন প্রেমিন্দু বিকাশ চাকী। শিল্পী হিসেবে রয়েছেন অনির্বান দাস।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *