October 5, 2024 | Saturday | 9:00 PM

দত্তবাগান দুর্গোৎসব কমিটি – এর এবারের থিম ‘স্পন্দন’

0

TODAYS বাংলা: দত্তবাগান দুর্গোৎসব কমিটি এবারে ৭০ বর্ষে পদার্পণ করল। এবারে তাদের থিম হল ‘স্পন্দন’। তাদের এই থিমের ভাবনার কারণ সৃষ্টির আদিকাল থেকেই সমগ্র বিশ্ব প্রকৃতির ‘প্রাণ বায়ু’ সৃষ্টিকারী বৃক্ষ প্রাণীকুলের জীবনের ‘স্পন্দন’। জীবনের ‘স্পন্দন’কে রক্ষা করাই হোক আমাদের ব্রত এটাই তাদের থিমের মাধ্যমে প্রকাশ করতে চলেছেন।১৫ই জুলাই থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন আলোকসজ্জায় রিক অডিও এন্ড লাইট । শিল্পী হিসেবে রয়েছেন মণ্ডপসজ্জায় কালী ডেকরেটর, মণ্ডপশিল্পী প্রদীপ বারুই, বিশ্বজিৎ চক্রবর্তী, অতনু রায়, প্রতিমাশিল্পী প্রদীপ বরুই। এছাড়া বিশেষ অনুষ্ঠান হিসেবের বস্ত্র বিতরণ এর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *