দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি- এর এবারের থিম ‘টান’
TODAYS বাংলা: দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবারে ৯২ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “একটি আত্মকাহিনী”। তবে এবারে তাদের থিম হল ‘ টান’। তাদের এই থিমের ভাবনার কারণ প্রত্যেক মানুষ জীবনের কোনো না কোনো বন্ধন, সমস্যা , অনুভূতি সব কিছুতেই একটি সুতোর টানে আটকে থাকে।
আর সেই টান থেকে শান্তির দিকে পালাতে চাই আমরা , এই শান্তি হলো আমাদের দুর্গা মা। এই গোটা ভাবনাই তুলে ধরতে চলেছেন তারা। আগস্টের প্রথম সপ্তাহ থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় নরেশ ইলেকট্রিক , শিল্পী হিসেবে রয়েছেন থিম রূপায়নে প্রদীপ সাহা ও প্রতিমা শিল্পী স্বপন সূত্রধর। এছাড়া বিশেষ অনুষ্ঠান থ্যালাসেমিক বাচ্চাদের কিছু বস্ত্র এবং ওষুধ বিতরণ করবেন।