September 17, 2024 | Tuesday | 3:32 AM

দর্শকদের জন্যই সম্ভব হয়েছে সব, টানা দুই সপ্তাহ টিআরপি তালিকায় প্রথম স্থানে থেকে মত অঙ্কিতা ওরফে জগদ্ধাত্রীর!

0

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর TRP গত কয়েক সপ্তাহ ধরে পড়ছে। সবাইকে অবাক করে দিয়ে টানা দুই সপ্তাহ ধরে প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিক।

এই প্রসঙ্গে ধারাবাহিকটির নায়িকা অঙ্কিতা মল্লিক বলেন, “আমরা যখন দ্বিতীয় স্থানে ছিলাম, তখনও যে খুব চিন্তিত ছিলাম, তেমনটা নয়। আর যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা ধারাবাহিকের মধ্যে TRP-এর খুব একটা ফারাক নেই। পার্থক্য এতটাই কম যে এটা নিয়ে আলোচনা করার মতো নয়। এছাড়া মানুষের ভালোবাসা পাচ্ছি, সেটাই বড় বিষয়, কত নম্বরে আছি সেটা আমায় ভাবায় না। তবে দর্শকদের কৃতজ্ঞতা জানাই যাদের জন্য আজকে আমরা ফের প্রথম স্থান অধিকার করতে পেরেছি।”

অঙ্কিতা আরও বলেন, “আমরা সবসময় চেষ্টা করি ভালো গল্প এবং ভালো অভিনয় দিয়ে দর্শকদের মনোরঞ্জন করার। এটাই আমাদের লক্ষ্য। আমরা দর্শকদের ভালোবাসা পেয়েছি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”

অঙ্কিতার এই মন্তব্যে কিছুটা খুশি জগদ্ধাত্রীর অনুরাগীরা। তারা আশা করছেন, ধারাবাহিকটির TRP আবারও বাড়বে এবং আরও কয়েক সপ্তাহ সেটি প্রথম স্থানে থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *