December 8, 2023 | Friday | 10:54 PM

দশমকে শুভেচ্ছা সিংঘমের, সৃজিত মুখার্জীকে দশম অবতারের জন্য আগাম শুভেচ্ছা জানালেন অজয় দেবগন!

0

টলিউডের প্রথম কপ ইউনিভার্স দশম অবতারের ট্রেলার প্রকাশের পর থেকেই সারা বাংলা জুড়ে হইচই পড়ে গিয়েছে। এই ছবির পরিচালক সৃজিত মুখার্জিকে শুভেচ্ছা জানালেন বলিউডের সিংহম অফিসার অজয় দেবগন।

সৃজিত মুখার্জির ফেসবুক পোস্টে অজয় দেবগন লিখেছেন, “শুভ মহালয়া। দশম অবতার, বাংলার প্রথম অরিজিনাল কপ ইউনিভার্স। সিংহমের তরফ থেকে প্রবীরকে শুভেচ্ছা।”

অজয় দেবগনের এই শুভেচ্ছা পেয়ে সৃজিত মুখার্জি খুব খুশি হয়েছেন। তিনি তাঁর ফেসবুক পোস্টে অজয় দেবগনকে ধন্যবাদ জানিয়েছেন। দশম অবতার ছবিতে বাইশে শ্রাবণের দুঁদে অফিসার প্রবীর রায়চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ। এই ছবিতে প্রবীরের সঙ্গী হিসেবে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য।

Advertise

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *