দীপার কাছে প্রাণপণে ক্ষমা চাইছে সূর্য, সে কি মৃত্যুকে জয় করে ফিরে আসবে সূর্যর কাছে?
স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।দীপা ভালো হয়ে বাড়ি ফিরে এসেছে তখন তার শশুর এবং শাশুড়ি জিজ্ঞাসা করছে যদি সূর্য কখনো শোনার জন্য দাবি করে তখন দীপা কি করবে উত্তর দিবা জানায় সব সময় একটা সন্তানের জন্য তার বাবাকেই খোঁজা হয়। মাকে নিয়ে কেউ সন্দেহ করে না এবারে পরীক্ষা সূর্যকে অর্থাৎ ডাক্তার বাবুকেই দিতে হবে।
সূর্য তার মা-বাবাকে স্পষ্ট জানিয়ে দিল সোনা যেহেতু তার কাছে ছোটবেলায় মানুষ হয়েছে, তাই সেই সোনাকেই নেবে। আর রুপা দীপার কাছে থাকবে। তখন লাবণ্য জানায় আইনগতভাবে যদি এইটা সূর্য করতে যায় তাহলে বায়োলজিক্যাল টেস্ট হবে আসল সত্যিটা ঠিক তখনই বেরিয়ে আসবে।
সূর্যকে মিশকা নিয়ে গেছে এক উকিলের কাছে সেখানে সূর্য জানায় সে যে করে হোক তার মেয়েকে ফিরে পেতে চায় কিন্তু উকিল জানায় কোর্ট প্রমাণ চায় তাই তাকে সমস্ত রকমের টেস্ট করাতে হবে। যে সে সত্যি সোনার বাবা কিনা ঠিক তখনই মিশকা ভাবে যে দুবার রিপোর্ট বদলে আটকে ছিল ব্যাপারটা এবারে ঠিক কীভাবে আটকাবে।