দীপা কি বুঝতে পারবে সূর্যর মনের কথা? নাকি মিশকার ষড়যন্ত্রে শেষ হয়ে যাবে সব?
স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।দীপা রুপা সকলেই চলে এসেছে সেনগুপ্ত পরিবারে সেখানে রুপা সূর্যকে ডাক্তার বাবু বলে ডেকে খেতে ডাকার জন্য ডাকছে।কিন্তু সেটা শুনে সূর্য বলে ওঠে সে তাকে সবার সামনে যেন বাবা বলে ডাকে। মিশকা প্যাথলজি তে গিয়ে দেখে সূর্যর কোন ডিএনএ পরীক্ষায় হয়নি। তা সত্ত্বেও সূর্য কেন এত বদলে গেল?
সোনা ও রুপা তার কাকু কাকিমা পিসি সকলের সঙ্গে বেশ মজা করছে। তারপরে একসঙ্গে সবাই মিলে খাবার টেবিলে খাবার খাচ্ছে এটা দেখে দীপার খুবই ভালো লাগছে।
সবাই দীপা ও সূর্যকে একা কথা বলার জন্য সুযোগ করে দিলেও সূর্য দীপা কে ছুঁতে যাবে ঠিক তখনই দীপা তার হাত সরিয়ে দিয়ে বলে সে শুধুমাত্র মা হয়ে এসেছে কারো স্ত্রী পুত্রবধূ বা মেয়ে হয়ে নয়। সূর্য তাকে আগে ঠিক যে অপমানটা করেছিল তার ঘা এখনো দগডগে তাই সেখানে হাত দিলেই শুধুমাত্র রক্তই ঝরবে।