February 10, 2025 | Monday | 7:34 PM

দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক! কোন ছবিতে দেখা যাবে তাকে?

0

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি রঞ্জিত মল্লিক। নেহাল দত্ত পরিচালিত নতুন ছবি ‘দারোগা মামুর থানা’য় তিনি একজন সৎ ও ন্যায়পরায়ণ দারোগা হিসেবে অভিনয় করছেন।

ছবির গল্পে দেখা যাবে, উত্তরবঙ্গের কালিকাপুরে চোরের রাজত্ব চলছে। এলাকার প্রত্যেকেই প্রায় এই পেশার সঙ্গে যুক্ত। এই পরিস্থিতিতে নতুন দারোগা হিসেবে থানায় আসেন লক্ষ্মীবাবু। সঙ্গে তাঁর ভাগ্নে আয়ান। লক্ষ্মীবাবু কি এলাকার বাঘা চোরদের শায়েস্তা করতে পারবেন? এই প্রশ্নের উত্তর দেবে ছবিটি।

ছবিতে লক্ষ্মীবাবুর চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে রঞ্জিত মল্লিক বলেন, “দারোগা চরিত্রে অভিনয় করতে আমার খুব ভালো লেগেছে। আমি আশা করি দর্শকদেরও ভালো লাগবে। নেহাল দত্ত একজন ভালো পরিচালক। তার সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত।”

ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, সুমিত গঙ্গোপাধ্যায়, মৌমিতা চক্রবর্তী, প্রান্তিকা দাস, আয়ান প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *