দুর্গাপুজো উপলক্ষে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল!
দুর্গাপূজায় বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে পূর্ব রেল বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২১ তারিখ থেকে অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত ব্যান্ডেল, তারকেশ্বর ও বর্ধমান লাইনে এই বাড়তি ট্রেন চলবে।
দুর্গাপূজার সময় পথেঘাটে বাড়তি ভিড় হয়। গণপরিবহণগুলিতেও যাত্রীদের চাপ বাড়ে। রাতে দেরিতে বাড়ি ফেরা যাত্রীদের এই বাড়তি ভিড়ের কারণে ট্রেন, বাস, অটো, ট্যাক্সি পেতে সমস্যা হয়। এই সমস্যা সমাধানে পূর্ব রেল বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ব্যান্ডেল লাইনে প্রতিদিন ১০টি করে বাড়তি ট্রেন চালানো হবে। তারকেশ্বর লাইনে প্রতিদিন ১০টি করে বাড়তি ট্রেন চালানো হবে। বর্ধমান লাইনে প্রতিদিন ১০টি করে বাড়তি ট্রেন চালানো হবে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বাড়তি ট্রেনের সময়সূচি ও ট্রেন নম্বর সম্পর্কে বিস্তারিত তথ্য রেলের ওয়েবসাইট ও অ্যাপ থেকে জানা যাবে। এই সিদ্ধান্তের ফলে দুর্গাপূজার সময় যাত্রীদের যাতায়াতের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।