December 9, 2024 | Monday | 3:24 PM

দেবচন্দ্রিমার বিয়ের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, আসল ঘটনা কী?

0

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের বিয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দেবচন্দ্রিমা কনের সাজে রয়েছেন। তাঁর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়া হয়েছে।

ভিডিওতে দেবচন্দ্রিমা টুকটুকে লাল বেনারসি শাড়িতে সেজেছেন। তাঁর পাশে রয়েছেন অরিজিৎ শিকদার। পরনে সাদা ধুতি আর লাল পাঞ্জাবি। অরিজিৎই সিঁদুর পরিয়ে দিয়েছেন। এই ভিডিও দেখে অনেকেই ভাবছেন যে, দেবচন্দ্রিমা বড়পর্দায় ডেবিউর আগেই বিয়ে সেরে ফেলেছেন। তবে আসলে ঘটনা তা নয়। ভিডিওটি একটি বিজ্ঞাপনের জন্য তৈরি করা হয়েছে।

ভিডিওটির পরিচালনা করেছেন রুদ্র সাহা। ফটোগ্রাফার সৌম্য সিনহা। দেবচন্দ্রিমা আজকের নন্দিনীর শাড়ি পরেছেন। মেকআপ আর হেয়ারের দায়িত্বে ছিলেন সাধ্বিকা দেবশর্মা ও রোহিনী আইচ।

ভিডিওটিতে দেবচন্দ্রিমা ও অরিজিৎ শিকদারের পাশাপাশি আরও অনেকেই অভিনয় করেছেন। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।ভিডিও ভাইরাল হওয়ার পর দেবচন্দ্রিমা বলেন, “এটা একটি বিজ্ঞাপনের জন্য তৈরি করা হয়েছে। আমি বিয়ে করিনি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *