দেবীপক্ষের পুণ্যলগ্নে সুখবর দুর্নিবারের সংসারে, শীঘ্রই বাবা হতে চলেছেন গায়ক!
দেবীপক্ষের শুরুতেই বাবা হতে চলেছেন জনপ্রিয় গায়ক দুর্নিবার সাহা। তাঁর স্ত্রী মোহর সেন অন্তঃসত্ত্বা। গত মার্চ মাসে মোহরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুর্নিবার। বিয়ের পর থেকেই তাঁরা একসঙ্গে সুখে সংসার করছেন। এখন তাঁদের সংসারে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে।
দুর্নিবার জানান, “জীবনে আরও এক ধাপ এগোচ্ছি। খুবই উত্তেজিত।” দুর্নিবারের দ্বিতীয় বিয়ে নিয়ে প্রথম থেকেই টলিপাড়ায় অনেক চর্চা হয়েছিল। কিন্তু তিনি সব কটূক্তি উপেক্ষা করে নিজের জীবনে এগিয়ে গেছেন।
বাবা হওয়ার অনুভূতি এখন ধীরে ধীরে উপলব্ধি করছেন দুর্নিবার। তিনি আরও বেশি করে স্ত্রীর যত্ন নিচ্ছেন বলে জানা গেছে।