November 14, 2024 | Thursday | 12:30 AM

‘দেবী’ রূপে অভিষেক! কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় মোহিত করলেন কিয়ারা আডবানি

0

কান: প্রথমবারের মতো ‘ফ্রেঞ্চ রিভিয়েরা’-য় পা রাখলেন বলিউড তারকা কিয়ারা আডবানি। আর তার এই অভিষেকই ছিল ঝড়োঝঞ্ঝা! ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের ‘ভ্যানিটি ফেয়ার’ গালা ডিনারে অংশ নিতে গিয়ে লাল গালিচায় হাজির হন তিনি।

ধবধবে সাদা পোশাক ও খোলা চুলে কিয়ারার অপূর্ব সৌন্দর্য মুগ্ধ করে ফেলে সকলকে। অনেকেই তাকে ‘দেবী’ রূপে অভিহিত করতে শুরু করেন।

কিয়ারার এই পোশাকটি ছিল ডিজাইনার ‘Prabal Gurung’-এর তৈরি। পোশাকের সাথে মানানসই গয়না ও মেকআপে আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছিলেন তিনি।

কিয়ারার এই অসাধারণ সাজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই তার ছবি ও ভিডিও শেয়ার করে কিয়ারার প্রশংসা করতে থাকেন।

একজন নেটিজেন লিখেছেন, “কিয়ারা আডবানি আজকে সত্যিই একজন দেবী। কান চলচ্চিত্র উৎসবে তার এই অভিষেক অসাধারণ।”

আরেকজন লিখেছেন, “কিয়ারার সৌন্দর্যের সামনে সবকিছু ফিকে। তিনি আজকে সকলকে মুগ্ধ করে ফেলেছেন।”

কিয়ারা আডবানিও তার এই অভাবনীয় সাড়ায় বেশ আপ্লুত। তিনি তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “কান চলচ্চিত্র উৎসবে আমার অভিষেকের জন্য আপনাদের সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।”

নিঃসন্দেহে, কান চলচ্চিত্র উৎসবে কিয়ারা আডবানির অভিষেক ছিল অসাধারণ। তার এই অসাধারণ সৌন্দর্য ও আত্মবিশ্বাস দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *