দ্বিতীয়বার মা হচ্ছেন অনুষ্কা শর্মা, অবশেষে এলো পাকাপাকি খবর!
বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা দ্বিতীয় বার মা হতে চলেছেন। এই খবর বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, কিন্তু এখন অবশেষে তা নিশ্চিত হল।
গত সপ্তাহে বিরাট কোহলির জন্মদিনে অনুষ্কা শর্মা উপস্থিত ছিলেন না। এতে করে এই জল্পনা আরও বেড়ে যায়। তবে গতকাল বিরাট কোহলির সঙ্গে বেঙ্গালুরুতে দেখা গেল অনুষ্কাকে। স্বামীর হাত ধরে হোটেলে ঢোকার সময় অনুষ্কার পেট ফুলে উঠেছে। এতে করে তার গর্ভাবস্থার খবর নিশ্চিত হল।অনুষ্কার পরনে ছিল কালো ঢিলেঢালা ফ্রক। খোলা চুল, রূপটান নেই বললেই চলে। ছিপছিপে চেহারায় স্পষ্ট অভিনেত্রীর স্ফীতোদর। অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে আগলে রাখছেন বিরাট।
এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা দম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন।বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালের জানুয়ারি মাসে তাদের প্রথম সন্তান ভামিকা জন্মগ্রহণ করে।