নতুন পল্লী ইয়ুথ ক্লাব- এর এবারের থিম ‘চিত্রকলায় দেবী দর্শন’
TODAYS বাংলা: নতুন পল্লী ইয়ুথ ক্লাব এবারে ৪৬তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “রামধনু”। তবে এবারে তাদের থিম হল ‘চিত্রকলায় দেবী দর্শন’। তাদের এই থিমের ভাবনার কারণ বিভিন্ন ট্রাইবাল আদিবাসীদের জীবন যাপন তুলে ধরার চেষ্টা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। আলোকসজ্জায় রয়েছেন গিতা ইলেকট্রিক। শিল্পী হিসেবে জুলান পাল। এছাড়া পঞ্চমীর দিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।