না, তিনি কোনও গল্পের নয়, বরং বাস্তবের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রাধারাণী’
না, তিনি কোনও গল্পের নয়, বরং বাস্তবের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রাধারাণী’। মেলায় মালা বিক্রি করেন তিনি। তবে মাহেশের রথের মেলায় নয়। তাঁর দেখা মিলল এলাহাবাদের মহাকুম্ভের মেলায়। মোনালিসা নামের এই যুবতীকে ঘিরে এই মুহূর্তে উত্তাল সমাজমাধ্যম। তাঁর মায়াভরা চোখ এবং গাল ভরা হাসিতে মুগ্ধ সকলেই। যদিও এই খ্যাতিই কাল হয়েছিল তাঁর। খ্যাতির জন্য কমে গিয়েছিল বিক্রিও। শোনা যাচ্ছে এ বার সত্যিই কপাল খুলেছে তাঁর। ডাক পেয়েছেন সিনেমা জগৎ থেকেও। কানাঘুষো খবর, ‘পুষ্পা ৩’-এ তাঁকেই নাকি নায়িকা হিসেবে পেতে চাইছেন অল্লু অর্জুন!