নিউ সন্তোষপুর আদি দুর্গোৎসব- এর এবারের থিম ‘চলো ফেরাই’
TODAYS বাংলা: নিউ সন্তোষপুর আদি দুর্গোৎসব এবারে ৬৩ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “অনন্ত মননের অসীম বিশ্বাসে শুধু তোমাকেই খুঁজি।কেমন করে বলি….তুমি আমার কে” । তবে এবারে তাদের থিম হল ‘চলো ফেরাই’। তাদের থিমের এমন ভাবনার কারণ মানুষ ভুলে যাচ্ছে ধীরে ধীরে এই সব কিছুর সৃষ্টি করেছেন মা তাই এই অরাজকতা দেখে তিনি চাইলেই সব ধ্বংস করতে পারেন তাই সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করার বার্তাই দিচ্ছেন তারা।
৬ ই সেপ্টেম্বর থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন সুরজিৎ ইলেকট্রিক এবং শিল্পী হলেন তন্ময় হাজরা। এছাড়া প্রতিবছর কিছু না কিছু বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবারে ২ ০০০ -৩০০০ মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করা হবে।