নিজের আসল মায়ের সঙ্গে কথা বলতে চায় না অনির্বাণ! তাকে মানাতে পারবে কি রাধিকা?
স্টার জলসা অন্যতম এক চর্চিত ধারাবাহিক হল এক্কাদোক্কা।অনির্বানের বাবা এবারে অনির্বাণের আসল মায়ের প্রশ্নের সামনে পড়ে গিয়েছে। রাধিকার মতে অনির্বাণ খুবই ভাগ্যবান যে সে দুটো মা পেয়েছে যে মা এখন বেঁচে আছে সেই মাকে সময় দেওয়াটা তার মতে উচিত। অনির্বানের বাবা এবারে বলল অনির্বাণের আসল মাই হল তার প্রথম স্ত্রী।
এতগুলো বছর পরে অনির্বাণের সঙ্গে তার জন্মদাত্রী মায়ের দেখা হয়েছে, মা তার সন্তানকে পেয়ে খুবই খুশি। কিন্তু অনির্বাণের কী প্রতিক্রিয়া হবে তার মাকে পেয়ে? অনির্বানের বাবা জানায় অনির্বাণের আসল মা যদি তাকে একটু ধরে রাখত তাহলে সে তার কাছ থেকে চলে যেত না।
অনির্বানের বাবা এসেছে অনির্বাণের মায়ের কাছে। খেয়ে এসে তাকে কাতর আর্জি জানাচ্ছে যেন সে ফিরে যায় তার নিজের ছেলে বৌমার কাছে। আর যেন কোন রকমের অভিমান না করে থাকে। অনির্বাণ এর বাবা অসুস্থ তাই তাকে দেখতে অনিবারের আসল মা অর্থাৎ সুচিস্মিতা হাসপাতালে পৌঁছে গিয়েছে।