February 10, 2025 | Monday | 6:00 PM

নিজের স্ত্রী ও স্ত্রী-র প্রাক্তনের সিনেমা দেখে কেমন অভিজ্ঞতা হল ভিকির? নিজেই জানালেন অভিনেতা!

0

রবিবার দীপাবলির দিন মুক্তি পেল সলমন খান ও ক্যাটরিনা কাইফের ছবি ‘টাইগার ৩’। ছবি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। কাকভোর থেকেই শুরু হয়েছে শো। এই ছবিতে টাইগার ও জোয়া জুটির বড় পর্দায় প্রত্যাবর্তন হয়েছে। ছবিতে অ্যাকশন থেকে রোম্যান্স— সবই রয়েছে ভরপুর।

ক্যাটরিনার স্বামী ভিকি কৌশলও প্রথম দিনই ছবিটি দেখে ফেলেছেন। তিনি ছবির প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “সত্যি বলতে ‘টাইগার ৩’ প্রকৃত অর্থেই ২০২৩-এর দীপাবলির উপহার। কী দুর্দান্ত লাগল, জোয়া, টাইগার ও আতিশকে। যশরাজের গোটা টিমকে অনেক শুভেচ্ছা।”

ছবিটিতে সলমন খান টাইগার চরিত্রে অভিনয় করেছেন। ক্যাটরিনা কাইফ জোয়া চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও ছবিতে ইমরান হাশমি আতিশ চরিত্রে অভিনয় করেছেন।নির্মাতাদের আশা, ‘টাইগার ৩’ বক্স অফিসে বড় সাফল্য অর্জন করবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *