নির্বাচনের আগেই হাসপাতালে ভর্তি হলেন উদ্ধব ঠাকরে
TODAYS বাংলা : মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করানো হল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরেকে। তাঁর পুত্র আদিত্য ঠাকরে দাবি করেছেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী হাসপাতালে চেকআপ হয়েছে উদ্ধবের। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এর আগে হার্টের সমস্যা নিয়ে বেশ কয়েক বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সামনেই বিধানসভা নির্বাচন মহারাষ্ট্রে। তার আগে সোমবার জল্পনা তৈরি হয় যে, হার্টের অসুখের জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে উদ্ধবকে। যদিও তাঁর পুত্র আদিত্য সেই দাবি নস্যাৎ করেছেন। তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানিয়েছেন, পূর্বপরিকল্পিত ভাবেই হাসপাতালে চেকআপ হয়েছে উদ্ধবের। তিনি লিখেছেন, ‘‘আপনাদের শুভকামনায় সব ঠিকঠাক রয়েছে। কাজ এবং মানুষের সেবার জন্য তিনি প্রস্তুত।’’