নুসরতের দুর্গা সাজ নিয়ে বিতর্ক! দেখে নিন সেই ভাইরাল ভিডিও
মহালয়া অর্থাৎ দেবীপক্ষের শুরু। এই দিনে মা দুর্গার আগমনের কথা ভেবে বাঙালির মনে আনন্দের জোয়ার। কিন্তু এই আনন্দের মাঝে বিতর্কের সৃষ্টি করলেন অভিনেত্রী নুসরত জাহান। তিনি দুর্গা সাজে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি ত্রিশূল হাতে মহিষাসুর বধের নৃত্য করেন। কিন্তু এই নৃত্য নেটদুনিয়ায় সমালোচনার জন্ম দেয়। অনেকেই বলেন, নুসরত দুর্গা সাজে যথেষ্ট মানানসই নন। আবার কেউ কেউ বলেন, তার নৃত্যকলা খুবই বাজে।
নুসরতের এই ভিডিও পোস্টের পর থেকেই তিনি নেটদুনিয়ায় ট্রোল হতে শুরু করেন। অনেকেই তাকে নিন্দা করেন। আবার কেউ কেউ তাকে সমর্থন করেন। তবে বিতর্ক যাই হোক না কেন, নুসরত জাহানের দুর্গা সাজে ভিডিও পোস্টটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছে।
নুসরত দুর্গা সাজে যথেষ্ট মানানসই নন বলে অনেকেই মনে করেন। আবার তার নৃত্যকলা নিয়েও অনেক সমালোচনা হয়েছে। তবে বিতর্ক যাই হোক না কেন, নুসরত জাহানের দুর্গা সাজ নিয়ে ভিডিও পোস্টটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছে।