‘পথের পাঁচালী’র কিভাবে সম্পর্ক রয়েছে টুয়েলভথ ফেলের? জানালেন পরিচালক
তেইশের বক্স অফিস হিট ‘টুয়েলভথ ফেল’-এর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে চর্চা চলছে। পরিচালক বিধুবিনোদ চোপড়া জানালেন, প্রথমে তিনি ছবিতে ‘পথের পাঁচালী’র মিউজিক ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু শেষমেশ সাহস করেছিলেন না।
একটি সাক্ষাৎকারে বিধু বলেন, “প্রথম এডিটে ‘পথের পাঁচালী’র মিউজিকই ব্যবহার করেছিলাম। কিন্তু শেষমেশ আর কুলায়নি। ছবিটা আমার নিজের তৈরি। তাই আমি চাইনি, অন্য কারও তৈরি মিউজিক দিয়ে ছবিটাকে ভারী করে ফেলি। তাই সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্রকে ডেকে বললাম, ‘কিছু একটা করা যাক।’
শান্তনু মৈত্র প্রায় আড়াই মাস স্টুডিওতে কাটিয়েছিলেন। আমরা মাত্র তিনটে বাদ্যযন্ত্র ব্যবহার করেছিলাম। একটা সেতার, একটা সরোদ আর একটি মাত্র বাঁশি। কারণ এই কয়েকটাই রবিশঙ্কর ব্যবহার করেছিলেন। কিন্তু কোনও একটা কিছু একটা যেন ঠিক হচ্ছিল না। সঙ্গীত পরিচালক দারুণ, সুরও কারেক্ট, তাহলে সমস্যা কোথায়?
ভাবতে ভাবতে অবশেষে বুঝলাম, আমাদের সেতারটা তো এই সময়ের। তাতে তো একই সুর বাজে না। শেষে কাজ বন্ধ করে এক সপ্তাহ ধরে সেতার খোঁজা হল। তার পর পঞ্চাশ বছরের পুরনো এক সেতার পাওয়া গেল। তা দিয়েই পুরো কাজ আবার করা হল।”