পদ্মপুকুর বালক সঙ্ঘ- এর এবারের থিম ‘সৃষ্টি’
TODAYS বাংলা: পদ্মপুকুর বালক সঙ্ঘ এবারে ৬১তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল খেলনা দিয়ে খেলাঘর। তবে এবারে তাদের থিম হল ‘সৃষ্টি’। তাদের থিমের এমন ভাবনার কারণ তাদের ক্লাব সংলগ্ন এলাকা একজন পটুয়া শিল্পী থাকতেন যিনি এক হাতে মায়ের মূর্তি গড়তেন, একের পর এক সুন্দর সৃষ্টি হতো তার হাতে। প্রত্যেক পুজোর মুলে থাকেন একজন শিল্পী। মায়ের মূর্তিতে প্রাণ আনেন শিল্পীর শিল্প।
তাই তার স্মৃতির উদ্দেশ্যে এমন ভাবনা। ২ মাস আগে থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন রমেশ মন্ডল এবং শিল্পী হলেন রনজয় বিশ্বাস। এছাড়া বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুস্থ ও দরিদ্র বাচ্চাদের জন্য বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।