পরপর দু’ম্যাচেই ড্র করে বসল শীর্ষে থাকা সবুজ মেরুন ব্রিগেড
আবার হোঁচট। থমকে গেল মোলিনা ব্রিগেড।জামশেদপুরের পর চেন্নাই। পরপর দু’ম্যাচেই ড্র করে বসল শীর্ষে থাকা সবুজ মেরুন ব্রিগেড। চেন্নাইয়িনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল মোহনবাগান। তাতেও অবশ্য শীর্ষস্থান অটুট রয়েছে মোহনবাগানের। অন্যদিকে গ্যালারিতে বসে দলের ড্র দেখলেন অভিষেক বচ্চন। এদিন জামশেদপুর ম্যাচে একের পর এক সুযোগ নষ্ট করা কোলাসো আর ম্যাকলারেনকে বসিয়ে দিয়েই প্রথম একাদশ সাজিয়েছিলেন মোলিনা। তাতে অবশ্য আক্রমণই দানা বাঁধেনি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে কোলাসো, ম্যাকলারেনরা নামলেও, যেন একটু বেশি দেরীতেই হয়ে গিয়েছিল তা। ততক্ষণে ম্যাচে বেশ চাপ সৃষ্টিই করেছিল চেন্নাইয়িন। শেষপর্যন্ত অবশ্য কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। এই ড্রয়ে ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট মোহনবাগানের। অন্যদিকে একই ম্যাচে বেঙ্গালুরুর পয়েন্ট ২৮। অন্যদিকে তিন নম্বরে থাকা জামশেদপুর এই দুই দলের থেকে এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্টে রয়েছে।