পরমের বিয়েতে ব্রাত্য রুদ্রনীল! প্রিয় বন্ধুর বিয়েতে কী বার্তা দিলেন রূদ্র ?
টলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলার’ পরমব্রত চট্টোপাধ্যায় বিয়ে করেছেন। সোমবার সন্ধ্যায় খুব ছিমছামভাবে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। তাঁর স্ত্রী সঙ্গীতশিল্পী ও সমাজকর্মী এবং মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী।
পরমব্রত এবং পিয়া বেশ কিছুদিন ধরেই ডেটিং করছিলেন। তাদের সম্পর্কের কথা জানতে পেরে ভক্তরাও খুব খুশি। পরমব্রতর বিয়ে নিয়ে টলিপাড়ায় হইচই পড়ে গিয়েছিল।
পরমব্রত এবং পিয়া দুজনেই খুবই ব্যক্তিগত মানুষ। তাই তাদের বিয়েও খুব ছিমছামভাবে সম্পন্ন হয়। এই বিয়েতে শুধুমাত্র দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরমব্রতর বিয়ে নিয়ে অভিনেতা রুদ্রনীল ঘোষ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, “পরমের ভবিষ্যৎ আরও সুন্দর হয়ে উঠুক এটাই প্রার্থনা করব।”