পরিবারে আসছে নতুন সদস্য, দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন বিরাট-অনুষ্কা!
ভারতের ক্রিকেটের প্রিয় জুটি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা আবারও বাবা-মা হতে চলেছেন। তাদের প্রথম সন্তান ভামিকার বয়স মাত্র দু’বছর। এর মধ্যেই দ্বিতীয় সন্তানের জন্য প্রস্তুত হচ্ছেন এই দম্পতি।
গত কয়েক মাস ধরেই অনুষ্কা শর্মা নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন। স্বামী বিরাটের সঙ্গেও ক্রিকেট সফরে যাচ্ছেন না তিনি। সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে বিরাট-অনুষ্কাকে দেখা যায়। তখন বিরাট নিজেই ছবিশিকারীদের ছবি না ছাপার অনুরোধ করেন।
জানা গেছে, অনুষ্কা শর্মা তিন মাসের অন্তঃসত্ত্বা। খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিকভাবে এই খবর জানিয়ে দেবেন বলে জানা গেছে। এই খবর শুনে ভারতের ফ্যানদের মধ্যে আনন্দের বন্যা বইছে। বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তানের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন সবাই।