পরিবেশ সচেতনতায় উদ্যোগী সুরুচি সংঘ! পুজোর ব্যানার এবং ফ্লেক্সে তাই প্লাস্টিক নয়, কাপড়ের ব্যবহার
টুডেজ বাংলা নিউজ ডেস্ক : নিউ আলিপুরের সুরুচি সংঘের পুজো কলকাতার বড় পুজোগুলির মধ্যে অন্যতম। এবারের দুর্গাপূজোয় পরিবেশ বাঁচাতে প্লাস্টিক বর্জন করার অঙ্গীকার করেছে তারা। নিজেদের ৭০তম বর্ষের পুজোয় ব্যানার ও ফ্লেক্স বানাতে প্লাস্টিকের নয়, বরং ক্যানভাস এবং কাপড় ব্যবহার করেছে তারা। পুজোকে কেন্দ্র করে কলকাতা এবং সংলগ্ন এলাকায় লাগানো ফ্লেক্স ব্যানারও প্লাস্টিকের নয়, কাপড়ের।
সুরুচি সংঘের কর্মকর্তা স্বরূপ বিশ্বাস বলেন, “প্লাস্টিকের ব্যবহারের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আমরা চাই সাধারণ মানুষ এবং বিভিন্ন সংস্থা প্লাস্টিক বর্জন করুক। তাই এবারের পুজোয় প্লাস্টিক বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। এতে খরচ অনেক বেড়ে গেলেও পরিবেশের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি।”
শিল্পী গৌরাঙ্গ কুইলার হাত ধরে এবারের মাতৃ বন্দনায় সেজে উঠছে সুরুচি সংঘ। ‘মা তোর একই অঙ্গে এত রূপ’ এই ভাবনাকে সামনে রেখেই এবারের পুজোর আয়োজন করছে কলকাতার অন্যতম বিগ বাজেটের এই পুজো কমিটি। উদ্যোক্তাদের দাবি, সুরুচি সংঘের অন্যান্য বছরের সমস্ত রেকর্ড এবার ভেঙে দেবে সুরুচি সংঘ নিজেই।
সুরুচি সংঘের পুজোয় যে কাপড় এবং ক্যানভাস ব্যবহার করা হয়েছে সেখানেও রঙের ব্যবহারের ক্ষেত্রে পরিবেশ বান্ধবের ছোঁয়া রয়েছে। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এবারের পুজোয় থিম এবং থিম সংয়েও বড় চমক থাকবে।
মহালয়ার দিন সুরুচি সংঘের পুজোর থিম এবং থিম সংয়ের আত্মপ্রকাশ ঘটবে। পুজোর থিম সংয়ে গানের কথা, সুরকার ও গায়ক, সব ক্ষেত্রেই বড় চমক থাকবে বলে জানান স্বরূপ বিশ্বাস।