October 5, 2024 | Saturday | 9:52 PM

পরুই মিতালী সংঘ- এর এবারের থিম ‘সচেতন দৃষ্টিকোণ’

0

TODAYS বাংলা: পরুই মিতালী সংঘ এবারে ৬১ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “ফুলের সাজ ” । তবে এবারে তাদের থিম হল ‘সচেতন দৃষ্টিকোণ ‘। তাদের থিমের এমন ভাবনার কারণ জলবায়ু, পরিবেশ ও সমাজ সম্বন্ধে দৃষ্টিভঙ্গির বদল করে মানুষকে সচেতন করে তোলার অভিনব ভাবনা। ২৭ শে অগাস্ট থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় রয়েছেন বিশু দাস, শিল্পী হিসেবে রয়েছে সর্বজয় মুখার্জি ও ক্লাব সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তারা এবারের দুর্গা পুজোর শুভ সূচনা করবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *