পাঠক পাড়া সার্বজনীন দুর্গোৎসব – এর এবারের থিম ‘শারদ অর্ঘ্যে পটচিত্র’
TODAYS বাংলা: পাঠক পাড়া সার্বজনীন দুর্গোৎসব, পরিচালনায় সপ্তশিখা এবারে ১০১তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “বজরা এলো দেখতে চলো “। তবে এবারে তাদের থিম হল ‘শারদ অর্ঘ্যে পটচিত্র’। তাদের এই থিমের ভাবনার কারণ বাংলার নানান শিল্প বৈচিত্রর মধ্যে জড়িয়ে থাকা এক শিল্প যে শিল্প আমাদের সমাজ জীবনে কম বেশি সব মানুষেরী পরিচয় আছে।
আসলে এই শিল্পই বাংলার পট চিত্র। তাই পটচিত্রের উপর ভিত্তি করেই তাদের মণ্ডপের থিম তৈরি। ২৫ আগস্ট থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন বি দাস ইলেকট্রিক । শিল্প ভাবনা ও মাতৃ রূপে রয়েছেন বিমল খাঁড়া । এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে তার মধ্যে রয়েছে চতুর্থী তে উদ্বোধন, উপস্থিত থাকবে চিত্র তারকা তনুকা চ্যাটার্জী, দেবদূত ঘোষ পৌরমাতা ১৩২নং ওয়ার্ড শ্রীমতি সঞ্চিতা মিত্র, বিশিষ্ট আইনজীবি গোপাল হালদার পঞ্চামি ও ষষ্ঠী তে থাকবে পল্লীবাসী দের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা, বস্ত্র বিতরণ। দশমী তে থাকছে ধুনুচি নাচ।