পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সার্বজনীন দুর্গোৎসব- এর এবারের থিম ‘ঋতুমতী’
TODAYS বাংলা: পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সার্বজনীন দুর্গোৎসব এবারে ৮৪ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “যাত্রা”। এবারে তাদের থিম হল ‘ঋতুমতী’। সামাজিক সচেতনতা বাড়াতে তাদের এই থিমের ভাবনা। জুলাই থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গিয়েছে। আলোকসজ্জায় রয়েছেন দেবাশীষ দাস । শিল্পী হিসেবে রয়েছেন মানস রায়, সনাতন পাল।