পুজোয় আবার ডায়েট কিসের? সোশ্যাল মিডিয়া পোস্টে অনুরাগীদের বার্তা দিলেন মধুমিতা
কলকাতার দুর্গাপূজা শুরু হয়ে গিয়েছে। তার সঙ্গেই ব্যস্ত হয়ে পড়েছেন টলিপাড়ার তারকারা। পুজোর পাঁচটি দিনকে চিট ডে হিসেবে ধরা হয়। এই পাঁচ দিন নিয়মিত ডায়েট মেনে চলার বাইরে গিয়ে খাওয়াদাওয়া করা যায়।
পুজোর শুরুতেই এই বার্তা দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। তিনি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন। ভিডিয়োতে দেখা যায়, লাল শাড়িতে সেজে ভিড় রাস্তা দিয়ে হেঁটে চলেছেন মধুমিতা। হাতে ধরা রয়েছে আইসক্রিম। আইসক্রিমের স্বাদ নিতে নিতেই হাসিমুখে এগিয়ে চলেছেন মধুমিতা।
ভিডিয়ো পোস্ট করে মধুমিতা অনুরাগীদের পুজোর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘খাওয়াদাওয়া তো সবে শুরু। আপনাদের সবাইকে পুজোর শুভেচ্ছা।’’ মধুমিতার এই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। অনুরাগীরা মধুমিতার এই বার্তাকে স্বাগত জানিয়েছেন।