পুজো নিয়ে এখন ভাবতে রাজি নন সৌমিতৃষা, তার মাথায় ঘুরছে অন্য জিনিস! নিজেই জানালেন অভিনেত্রী
মিঠাই সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুণ্ডু ছোট পর্দার পর বড় পর্দায় পা রাখতে চলেছেন। অভিজিৎ সেনের পরিচালনায় দেবের বিপরীতে অভিনয় করবেন তিনি। ছবির নাম “প্রধান”। ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনেকদিন।
সৌমিতৃষা এই ছবির জন্য বেশ উচ্ছ্বসিত। তিনি ছবির সঙ্গে জড়িত সব মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখতে চান। সৌমীতৃষার প্রোফাইলে তাই মাঝে মাঝেই দেখা যায় “প্রধানের” বিহাইন্ড দ্য সিনস অর্থাৎ পর্দায় পিছনের কিছু মুহূর্তের দৃশ্য। সম্প্রতি ‘প্রধানের” ডাবিং করার একটি মুহূর্ত শেয়ার করেছেন সৌমীতৃষা।
এদিকে, সৌমিতৃষার সিরিয়ালের নায়ক বঙ্গ ক্রাশ আদৃত রায়ও নতুন ছবির কাজে মন দিয়েছেন। শোনা যাচ্ছে, “পাগলপ্রেমী” নামক একটি ছবিতে দেখা যাবে তাঁকে।