পুটিয়ারী ক্লাব সার্বজনীন দুর্গোৎসব- এর এবারের থিম ‘লক্ষ্য’
TODAYS বাংলা: পুটিয়ারী ক্লাব সার্বজনীন দুর্গোৎসব এবারে ৭৬ বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল অস্তিত্ব। তবে এবারে তাদের থিম হল ‘লক্ষ্য’। তাদের থিমের এমন ভাবনার কারণ সকল মানুষ তাদের নিজের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য এগিয়ে চলছে।
আর সকল মানব সংসারের লক্ষ্য হলো মা। ১৭ই আগষ্ট আগে থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন বোস ইলেকট্রিক এবং শিল্পী হলেন শ্রী পার্থ দাস। এছাড়া প্রতিবছর কিছু না কিছু বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবারেও হবে।