পুরনো সবাই এখন আর ভালো করে কথা বলে না, আক্ষেপ সৌমিতৃষার!
সৌমিতৃষা কুণ্ডু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। মিঠাই ধারাবাহিকে মিঠাই চরিত্রে অভিনয় করে তিনি সারা বাংলার মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। সম্প্রতি দেবের সঙ্গে তার অভিনীত সিনেমা ‘কণ্ঠ’ও সুপারহিট।
সাফল্য সৌমিতৃষার সঙ্গী হলেও তার সঙ্গে জুড়ে আছে ট্রোলিংও। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানা রকম সমালোচনা ও কটূক্তি করা হয়। এসব নিয়ে কী মনে করেন সৌমিতৃষা?
এ বিষয়ে তিনি বলেন, “কেউ ভালো বললে, সঙ্গে খারাপটাকেও গ্রহণ করতে হবে। কেউ ভালো মনে বলেন, কেউ আবার আঘাত দিয়ে। তবে ঘুম থেকে উঠে যখন সৌমিতৃষা নামটা শুনি তখন ভালোলাগা কাজ করে।
মানুষ আমাকে নিয়ে কথা বলছে, এটাই আমার ভালোলাগা। মানুষের মনে থেকে যেতে সব শিল্পীই চান। বরং যখন ঘুম থেকে উঠে নিজের নামটা শুনতে পাই না, সেদিনই বরং আমার খারাপ লাগে।”