পুষ্পার অভিনেতার বিপরীতে হিন্দি ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন প্রিয়াঙ্কা
বাংলায় ওটিটিতে একের পর এক কাজ করে চলেছেন। এখন সিরিয়ালে তুলনায় ওটিটিতে ঝুকছে সকলেই। এই মুহূর্তে প্রিয়াঙ্কা নতুন ওটিটিতে কাজ করতে শুরু করেছেন। প্রিয়াঙ্কাকে এই মুহূর্তে এর আগে অলক্ষী ইন গোয়াতে দেখেছেন দর্শকেরা। ছোট পর্দায় তিনি ছুটিয়ে কাজ করেছেন। শেষ সিরিয়াল ছিল তার অপরাজিতা অপু।
অভিনেত্রী জানিয়েছেন হবে হবে না হবে না যথেষ্ট প্রতিক্রিয়া পেয়েছেন দর্শকদের তরফ থেকে তাই তিনি এখন ওয়েব সিরিজ নিয়ে ভাবছেন। এই মুহূর্তে অভিনেত্রী প্রিয়াঙ্কা ব্রহ্মা অর্জুন নামে শুটিং করছেন। মূলত থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ। অভিনেত্রী জানান খুব সুন্দর একটা চরিত্র তার তবে বেশ কিছু রহস্য আছে এখনই তিনি জানাবেন না।
প্রিয়াঙ্কার এই ওয়েব সিরিজের রয়েছে অনিন্দ্য সেনগুপ্ত এবং রোহন ভট্টাচার্য। অভিনেত্রীর এই ওয়েব সিরিজের নাম পুষ্পা। প্রিয়াঙ্কা এছাড়া অনেক গুরুত্বপূর্ণ কাজে যুক্ত রয়েছেন।