প্রকাশ্যে এলো যীশুর খাদান লুক! হতবাক সকলে
টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব প্রযোজিত ও পরিচালিত আসন্ন ছবি ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশের পর এবার যিশুর লুক প্রকাশ হল। রবিবার ছুটির দিনে সোশ্যাল মিডিয়ায় যিশুর মোশন পোস্টার শেয়ার করেন দেব।
পোস্টারে দেখা যাচ্ছে, যিশু এক কীর্তনিয়ার বেশে। কিন্তু তাঁর কণ্ঠে যেন যুদ্ধের আভাস। “শাস্ত্রে কয়েছে পুরুষ মানুষের প্রধান অস্তর (অস্ত্র) ধৈর্য আর বীর্য”, এমন কথা শোনা যাচ্ছে যিশুর চরিত্রের মুখে। তার সঙ্গে ‘জয় গুরু’ বলেই হায়নার মতো হাসি। আর সবশেষে শোনা যাচ্ছে ‘রাধে রাধে’র সুর।
মোশন পোস্টার শেয়ার করে দেব যিশুকে এই প্রজন্মের একজন ভার্সেটাইল অভিনেতার খেতাব দেন।