February 17, 2025 | Monday | 1:34 PM

প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক – এর এবারের থিম ‘অন্তহীন’

0

TODAYS বাংলা: প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক এবারে ৯৪ বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “কালি”। তবে এবারে তাদের থিম হল ‘ অন্তহীন’। তাদের এই থিমের ভাবনা ক্লান্তিহীন জীবনের অনন্ত চাহিদা ও ওঠা পড়ার মধ্যেও ত্রিনয়নীর কাছেই পরম প্রাপ্তি এবং সামাজিক বার্তা র পরিবেশন, এই ভাবনাই হলো তাদের থিম। ২৮ শে জুলাই থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় রয়েছেন সৌমেন হালদার ও পায়েল ইলেকট্রিক। শিল্পী হিসেবে রয়েছেন সমগ্র পরিকল্পনা – প্রদীপ্ত কর্মকার, প্রতিমা শিল্পী- সৈকত বসু, আবহ – দেবজ্যোতি নাগ। এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে স্বাস্থ্য কর্মীদের স্বীকৃতি প্রদান ও দুঃস্থ দের বস্ত্র বিতরণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *