প্রধানের শুটিং সেটে ১৫ ফুটের অজগরের হানা! ভয়ে কাঠ সৌমিতৃষা কিন্তু কী করলেন সোহম?
উত্তরবঙ্গের একটি হোটেলে “প্রধান” ছবির শুটিং চলছিল। বৃহস্পতিবার সকাল সকাল হোটেলের চত্বরে একটি ১৫ ফুট লম্বা অজগর সাপ ঢুকে পড়ে।
শুটিং ইউনিটের সদস্যরা অজগরটিকে উদ্ধার করে বনদফতরে হস্তান্তর করে। অভিনেতা দেব এবং সোহম চক্রবর্তী অজগরটিকে দেখে ভয় পাননি, বরং সোহম সেটিকে হাতে ধরে ছবি তুলে। নেন।
সেদিন সকালে ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে সোহম লেখেন, ‘‘সুপ্রভাত। আজকের সকালের প্রধান আকর্ষণ!’’ তবে শুটিং ফ্লোরে অজগরের আগমনে ইউনিটের সদস্যদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।