প্রসেনজিতের পরিচালনায় নটী বিনোদিনীতে অভিনয় করতে চলেছেন কঙ্গনা রানাওয়াত!
বিনোদন দুনিয়ায় আজ সকালে এল এক চমকে দেওয়ার মতো খবর। জানা যাচ্ছে, হিন্দিতে ‘নটী বিনোদিনী’ বানাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সেই ছবিতে নাকি প্রসেনজিতের ‘বিনোদিনী’ হচ্ছেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত।
কঙ্গনা যে হিন্দি ছবিতে ‘নটী বিনোদিনী’ হচ্ছেন, সে খবর অবশ্য পুরনো। গত বছর অক্টোবরে এই খবর শোনা গিয়েছিল। তবে তখন ছবিটি পরিচালনা করার কথা ছিল ‘মর্দানি’ খ্যাত পরিচালক প্রদীপ সরকারের। প্রদীপ সরকারের সঙ্গেই ‘বিনোদিনী’ করার কথা নিশ্চিত করেছিলেন কঙ্গনা। কিন্তু চলতি বছরের মার্চ মাসে প্রদীপ সরকারের অকাল মৃত্যুর পর ছবির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
শোনা যাচ্ছে, সেই ছবিটিই এখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে এসেছে। তবে এ বিষয়ে প্রসেনজিৎ নিজে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তাই প্রদীপ সরকারের যে ছবিটি করার কথা ছিল, এটি কি সেই ছবি, নাকি সম্পূর্ণ আলাদা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।