ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৮ বছর পুরো করলেন দেব! শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অনুরাগীরা
টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। ২০০৬ সালের ২৮ জানুয়ারি মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি ‘অগ্নিশপথ’। এই ছবির মাধ্যমেই তিনি দর্শকদের মনে জায়গা করে নেন। আজ সেই দিনটিতেই দেব তাঁর ক্যারিয়ারের ১৮ বছর পূর্তিতে ফিরে তাকিয়েছেন।
সমাজমাধ্যমে ‘অগ্নিশপথ’ ছবির একটি পোস্টার শেয়ার করে দেব লিখেছেন, “অবশেষে আমি আজকে প্রাপ্তবয়স্ক হলাম। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে ১৮ বছর সম্পূর্ণ করলাম।” এরই সঙ্গে অভিনেতা অনুরাগীদের উদ্দেশে লিখেছেন, “ভালবাসা, সমর্থন এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।”
দেব জানান, ১৮ বছরের এই দীর্ঘ পথচলায় তিনি অনেক কিছুই শিখেছেন। তিনি বলেন, “এই পথচলায় অনেক সুখ, দুঃখ, আনন্দ, ব্যথা সবকিছুই পেয়েছি। তবে সবসময়ই দর্শকদের ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে।”
বিশেষ দিনে দেব দর্শকদের জন্য একটি চমকও হাজির করেছেন। এর আগে জানা গিয়েছিল যে ‘খাদান’ ছবিতে অভিনয় করতে পারেন যিশু সেনগুপ্ত। রবিবার দেব সেই খবরে সিলমোহর দিলেন। প্রকাশ করলেন ‘খাদান’ ছবিতে যিশুর ফার্স্ট লুক।