March 23, 2025 | Sunday | 8:40 PM

ফুটপাথ থেকে কান! ২০ কেজির গাউন পরে রেড কার্পেটে নজর কেড়েছেন ভারতীয় ন্যান্সি!

0

কান চলচ্চিত্র উৎসব এবার সাক্ষী হল এক অভূতপূর্ব ঘটনার। ফ্যাশন ইনফ্লুয়েন্সার ন্যান্সি ত্যাগী নিজের হাতে সেলাই করা ২০ কেজি ওজনের গোলাপি রঙের গাউন পরে রেড কার্পেটে হাঁটে এসেছেন।

উত্তরপ্রদেশের ছোট্ট গ্রামের মেয়ে ন্যান্সি আজ ভারতের গর্ব

কয়লা খনির শ্রমিকের মেয়ে ন্যান্সি ছোটবেলা থেকেই ফ্যাশনের প্রতি আগ্রহী ছিলেন। ইংরেজি না জানা এই মেয়েটি ইউটিউব দেখে ফ্যাশন শিখেছেন এবং নিজের ফ্যাশন ব্লগ চালু করেছেন।

করোনার কারণে ন্যান্সির ইউপিএসসি স্বপ্ন ভেঙে গেলেও হাল ছেড়েননি তিনি।

আজ সেই মেয়ে কান চলচ্চিত্র উৎসব-এর রেড কার্পেটে নিজের প্রতিভা ও দক্ষতা প্রমাণ করেছেন।

হাজার মিটার কাপড় দিয়ে তৈরি এই পেল্লাই সাইজের গাউন সেলাই করতে ন্যান্সি এক মাস সময় ব্যয় করেছেন।

রেড কার্পেটে ন্যান্সির এই অসাধারণ পোশাক ও আত্মবিশ্বাস সকলের মন কেড়ে নিয়েছে।

নেটিজেনরা ন্যান্সির প্রশংসায় পঞ্চমুখ।

সত্যিই, ন্যান্সি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা

ফুটপাথ থেকে কান – এই যাত্রা সত্যিই অসাধারণ

ন্যান্সি-র এই অর্জন ভারতীয় নারীদের জন্য গর্বের

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *