ফুলকি কি পারবে রুদ্ররূপের মুখোশ খুলতে?
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে ফুলকির বিয়ের পর থেকেই রুদ্ররূপের আসল পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রুদ্ররূপ কি আসলে ভালোবাসার মানুষ নাকি অন্য কিছু? ফুলকি কি পারবে তার মুখোশ খুলতে?
গত সপ্তাহের পর্বগুলোতে দেখা গেছে, রুদ্ররূপ ফুলকির জন্য বেশ কিছু ভালো কাজ করে। সে ফুলকির বাবা-মাকে খুঁজে বের করে এবং তাদের সঙ্গে ফুলকির পুনর্মিলন ঘটায়। সে ফুলকির ভাইয়ের জন্যও কাজ করে। ফুলকির বাবা-মা এবং ভাইয়ের কাছ থেকে ফুলকির প্রশংসা পায় রুদ্ররূপ।
কিন্তু রুদ্ররূপের এই ভালো কাজের পিছনে কি কোনো অন্য উদ্দেশ্য আছে? নাকি সে আসলেই ফুলকিকে ভালোবাসে?
ফুলকিও রুদ্ররূপের ভালো কাজ দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। কিন্তু সে রুদ্ররূপের আসল পরিচয় জানে না। তাই সে রুদ্ররূপের প্রতি সম্পূর্ণ বিশ্বাস করতে পারছে না।