December 9, 2024 | Monday | 3:30 PM

ফের দেরীতে দার্জিলিং মেল

0

TODAYS বাংলা: আজকেও দেরীতে আসল দার্জিলিং মেল। আজ সকাল এগারোটায় এনজেপীতে এসে পৌছালো দার্জিলিং মেল।আজ সকালে ঘন কুয়াশার কারনে সব ট্রেনই দেরীতে পৌছায় এনজেপীতে। সকালে তিস্তা তোর্ষা ঢোকে দেরী করে। দেরী করে ঢোকে উত্তরবঙ্গ এবং কাঞ্চনকন্যাও। দেরীতে ছাড়ে শতাব্দীও। ঘন কুয়াশার কারনে সব ট্রেনই পৌছায় অনেকটা দেরী করে। সকাল থেকেই সব ট্রেন দাড়িয়ে পড়ে রাঙাপানীতে। ট্রেন দাড়িয়ে পড়ায় সমস্যা তৈরী হয়ে যায় যাত্রীদের মধ্যে।

ট্রেন ছাড়তে দেরী হওয়ায় সব যাত্রীরাই দাড়িয়ে থাকেন এনজপী ষ্টেশনে। যাত্রীদের ভীড়ে শেষ পযর্ন্ত ষ্টেশন মাষ্টারকে সামলাতে হয়।গতকাল পদাতিক এক্সপ্রেসও নির্দিষ্ট সময়ের চাইতে প্রায় তিন ঘন্টা দেরীতে ছাড়ে। দেরীতে ছাড়ে প্যাসেঞ্জার ট্রেনগুলিও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরো কয়েকদিন থাকবে এই ঠান্ডা। দার্জিলিং এবং কার্শিয়াং এও এদিন তাপমাত্রা নেমে যায় সাধারনের চাইতে তিন ডিগ্রী নীচে। তিনটে বাজলেই কননকে ঠান্ডায় দার্জিলিং শহর একেবারেই শুনশান হয়ে যায়। সিকিমেও এদিন ভারী তুষারপাতের খবর পাওয়া গেছে।ভারী তুষারপাতের কারনে সিকিমের সব রাস্তায় বরফ পড়ে জমে যায়। মানুষের আসা এবং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়েন মানুষ। উত্তরবঙ্গের সব জায়গাতেই তাপমাত্রা এদিন অনেকটাই নীচে নেমে যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *