ফ্রেন্ডস ইউনিয়ন- এর এবারের থিম ‘কলকাতায় ডিগবাজি’
TODAYS বাংলা: ফ্রেন্ডস ইউনিয়ন এবারে ৫২ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “পুরীর জগন্নাথ মন্দির”। তবে এবারে তাদের থিম হল ‘কলকাতায় ডিগবাজি ‘। তাদের এই থিমের ভাবনার কারণ কলকাতা হলো এক মজার দেশ যেখানে সবই আছে কিন্তু সকলের ভাবনা গুলো কেমন যেন উল্টো এটাই মানুষের কাছে তুলে ধরতে চলেছেন।
৩০ অগাস্ট থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় এসবিবি ইলেকট্রিক ও লাইটহাউস, শিল্পী হিসেবে রয়েছে ভাবনায়- সুতনু মাইতি ,সৃজনে – দীপ্তি ডেকরেটর, প্রতিমার রূপদানে – অমল পাল। তাদের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছেন ১৬ ই অক্টোবর অর্থাৎ দ্বিতীয়াতে উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং পুজোর প্রত্যেকদিন পাড়ার রুচিসম্পন্ন মানুষ সাংস্কৃতিক মঞ্চ ভরিয়ে রাখবেন।