October 13, 2024 | Sunday | 10:37 PM

ফ্রেন্ডস ইউনিয়ন (পুজো কমিটি)- এর এবারের থিম ‘কলকাতায় ডিগবাজি’

0

TODAYS বাংলা: ফ্রেন্ডস ইউনিয়ন (পুজো কমিটি) এবারে ৫২তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “পুরীর জগন্নাথ দেবের মন্দির”। তবে এবারে তাদের থিম হল ‘কলকাতায় ডিগবাজি’। তাদের এই থিমের ভাবনার কারণ তাদের বেশ মজার কখনো রাজশেখর বসুর (পরশুরাম) ‘উলট পুরাণ’। আবার হতে পারে “ব্যকরণ মানি না’। হতে পারে অভিকর্ষ বা গ্র‍্যাভিটির টান। কিংবা যে গায়ক কোনো এক উল্টো রাজার দেশের সন্ধান চেয়েছিলেন, তারা সেই মজার দেশেরই সন্ধান দিচ্ছেন। আসলে, যে যেভাবে দেখবেন সেটাই হলো তাদের থিম। অনেকটা প্যালিনড্রোমের মতো দ্বিমুখী শব্দ।

আরম্ভ বা শেষ যেদিক থেকেই পড়ি না কেন অর্থের কোন বদল হয় না। তাই,- এক যে আছে মজার দেশ, সকল দিকেই ভালাে। সবই আছে যে যার মতো, ভাবনাটাই যা উল্টো। অগাস্ট থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। আলোকসজ্জায় রয়েছেন এস এস বি ইলেকট্রিক (কুমারটুলি) ও লাইটহাউস (গৌরীবাড়ী)। শিল্পী হিসেবে রয়েছেন ভাবনায় সুতনু মাইতি, প্রতিমা রূপদানে অমল পাল, মণ্ডপসজ্জায় – দীপ্তি ডেকরেটর (কন্টাই)। বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে তার মধ্যে রয়েছে দ্বিতীয়ায়(১৬/১০/২৩) উদ্বোধন এবং দশমী পর্যন্ত সাংস্কৃতিক মঞ্চে নানাবিধ অনুষ্ঠান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *