ফ্ল্যাট-বাড়ির মিউটেশনে সার্ভিস চার্জ নয়, নির্দেশ হাইকোর্টের
ফ্ল্যাট বা বাড়ি মিউটেশন করানোর জন্য সার্ভিস চার্জ নেওয়া যাবে না। বিধাননগর পুরসভাকে এমনই নির্দেশ দিল ক্যালকাটা হাইকোর্ট। মঙ্গলবার পুরসভার সার্ভিস ট্যাক্স নেওয়া সিদ্ধান্ত খারিজ করে দিলেন বিচারপতি। কিছুদিন আগে পুরসভা এলাকার বেশ কয়েকজন বিধাননগর পুরসভায় ফ্ল্যাট ও বাড়ির মিউটেশন করাতে গিয়ে তাঁদের মিউটেশনের জন্য সার্ভিস চার্জের নোটিস পাঠানো হয়। এরপরই তাঁদের কয়েকজন হাইকোর্টে মামলা করেন। সেই মামলায় বিধাননগর পুরসভার সার্ভিস ট্যাক্স সংক্রান্ত সিদ্ধান্ত খারিজ করে দেয় আদালত।
হাইকোর্ট জানিয়েছে আইন মোতাবেক পুরসভা এভাবে সার্ভিস চার্জ নিতে পারে না। এ ধরণের কোনও সুযোগ নেই তাদের। এরপর আবেদনকারীদের পুর কমিশনারের কাছে নতুন করে আবেদন করার কথা জানায় আদালত। আবেদনকারীদের তরফে আইনজীবী আদালতে নথি পেশ করে জানান পুরআইনে এভাবে সার্ভিস চার্জ নেওয়ার কোনও আইন নেই। কোনও ফ্ল্যাট বা বাড়ির মালিককে যদি সার্ভিস চার্জ দিতে হয়,তাহলে তাঁকে অতিরিক্ত দেড় লক্ষ টাকা দিতে হবে। এটি পুরোপুরি বেআইনি। অন্য এক আইনজীবীও একই সওয়াল করেন। তিনি জানান তথ্যাধিকার আইনে এ নিয়ে আবেদন করার পর বিধাননগর পুরসভা জানিয়েছিল যাঁরা মিউটেশন করাবেন, তাঁদের সার্ভিস ট্যাক্স দিতে হবে।