বক্স-অফিসে ডাহা ফেল করেছে তেজস, ক্যারিয়ার বাঁচাতে এই দক্ষিণী অভিনেতার শরণাপন্ন হলেন কঙ্গনা!
বলিউডের কুইন কঙ্গনা রানাউত একের পর এক ছবি করছেন, কিন্তু বক্স অফিসে হিটের মুখ দেখছেন না। সম্প্রতি মুক্তি পাওয়া তেজস ছবিটিও তেমন একটা সাফল্য পায়নি। এই অবস্থায় কেরিয়ারের নতুন মোড় দিতে এবার দক্ষিণী তারকা বিজয় সেতুপতির সঙ্গে জুটি বাঁধছেন কঙ্গনা।
বলিউড সূত্রে জানা গেছে, কঙ্গনা এবার তন্নু ওয়েডস মন্নু ৩ ছবির রিমেক তৈরি করতে চলেছেন। এই ছবিতে কঙ্গনার বিপরীতে অভিনয় করবেন বিজয় সেতুপতি।
দক্ষিণী ছবিগুলো বলিউডে দারুণ জনপ্রিয়। তাই দক্ষিণী তারকাদের সঙ্গে জুটি বাঁধলে বক্স অফিসে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর আগেও বলিউডের অনেক অভিনেত্রী দক্ষিণী তারকাদের সঙ্গে জুটি বেঁধে সাফল্য পেয়েছেন। কঙ্গনা নিজেও দক্ষিণী ছবিগুলোর ভক্ত। তাই বিজয় সেতুপতির সঙ্গে জুটি বাঁধতে তিনি বেশ উৎসাহিত।