বড়পর্দায় আসছে ‘মির্জা’, অঙ্কুশের ছবির ঘোষণার পর উচ্ছ্বাসিত অনুরাগীরা!
টলিপাড়ার হ্যান্ডসাম নায়ক অঙ্কুশ হাজির নতুন রূপে। আগুনের মাঝে, সিগারেটের ধুয়ো উড়িয়ে জবরদস্ত এন্ট্রি নিলেন তিনি। চোখে মুখে বদলা। আর মুখে একটাই সংলাপ… নাম নয়, ইজ্জত চাই।
মহালয়ার সকালেই প্রকাশ্য়ে আনলেন নিজের নতুন ছবি ‘মির্জা’র টিজার। এই টিজারেই অঙ্কুশের নতুন লুক প্রকাশ পেয়েছে। একেবারে মারকুটে অবতারে দেখা গেছে তাকে। ‘মির্জা’র মুক্তি নিয়ে বিস্তর হইচই। টলিপাড়ার অন্দরে নতুন গুঞ্জন অঙ্কুশ প্রযোজিত প্রথম ছবির কাজ নাকি বিশ বাঁও জলে! জল্পনা কল্পনা তুঙ্গে উঠতেই এবার ধোঁয়াশা পরিস্কার করে দিলেন খোদ প্রযোজক-অভিনেতা। মহালয়ার দিন টিজার এনে অঙ্কুশ জানিয়ে দিলেন শীঘ্রই বড়পর্দায় আসছে বহু প্রতীক্ষিত ‘মির্জা’।
টিজারে দেখা গেছে, অঙ্কুশ একজন মারকুটে যুবকের চরিত্রে অভিনয় করছেন। তিনি একজন বদলি হয়ে আসা পুলিশ অফিসার। তার কাজ হলো একটি অপরাধ চক্রকে দমিয়ে দেওয়া। টিজার দেখে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই অঙ্কুশের নতুন লুক এবং চরিত্রের প্রশংসা করেছেন। ছবিটি মুক্তি পাবে ২০২৪ সালে।