বড়বাগান কালচারাল অ্যাসোসিয়েশন- এর এবারের থিম ‘ফেলে আসা শৈশব’
TODAYS বাংলা: বড়বাগান কালচারাল অ্যাসোসিয়েশন এবারে ৪২তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “পরিত্রান”। তবে এবারে তাদের থিম হল ‘ফেলে আসা শৈশব’। তাদের এই থিমের ভাবনার কারণ দুর্গা পূজা শিল্পী ছাড়া অসমাপ্ত আমাদের পূজাতে সেই পুরনো দিনের শিল্পীর শিল্পটা তুলে ধরার চেষ্টা। আলোকসজ্জায় রয়েছেন নিরুপম বসাক। শিল্পী হিসেবে রয়েছেন গঙ্গাধর মুখার্জি।